রাঙামাটি প্রতিনিধি :-
পাহাড়ের কিছু আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরকারী উন্নয়ন কার্যক্রমসহ পাহাড়ে বসবাসরত সাধারন মানুষের আর্ত-সামাজিক উন্নয়নকে পিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল মোহাম্মদ নাজমুল হক
তিনি বলেন, পাহাড়ের এই উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি উল্লেখ করে বলেন, সেনাবাহিনী পাহাড়ের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ তাদের কল্যাণে কাজ করে যাবে।
সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোনের আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসব কথা বলেন।
এসময় ব্রিগেড কমান্ডার ২ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো. একরামুল রাহাত, স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, চেলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙী বহুমুথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা।


