রাঙ্গামাটি সংবাদদাতা :
রাঙামাটির কাউখালীতে এক ব্যবসায়ীর বস্তাবন্দী দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) জেলার কলমপতি ইউনিয়নের নাইলেছড়ির মাঝেরপাড়া এলাকার একটি ঝোপ থেকে এই লাশ উদ্ধার হয়।
নিহত ব্যবসায়ীর নাম মো. মামুন (৩৫)। তিনি কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে পোলট্রি ব্যবসায়ী।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মামুনের ব্যবসাপ্রতিষ্ঠানের সাবেক কর্মচারী মো. কামরুল ইসলাম (৩০) ও তার স্ত্রী সাথী আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসার দ্বন্দ্বে মামুনকে হত্যা করা হয়েছে। হত্যার পর তাঁকে দ্বিখণ্ডিত করে ঝোপের মধ্যে পুঁতে রাখেন তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী মো. কামরুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী সাথী আক্তার। গতকাল রাতে প্রথমে মো. কামরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে স্ত্রী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্র জানায়, ৭ জুলাই কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে মামুন অপহৃত হয়েছিলেন।মামুন নিখোঁজ থাকায় ৮ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর স্ত্রী সীমা আক্তার।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত আছে সবাইকে খুঁজে বের করা হবে।’
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযুক্ত কামরুল ইসলামকে লক্ষ্মীপুর সদর থেকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে মামুনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিন রাতে মামুনকে অজ্ঞান করার ওষুধ খাওয়ানো হয়েছিল। এরপর তাঁকে হত্যা করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।