রাঙামাটি সংবাদদাতা:-
রাঙামাটি জেলায় অবৈধ চোরাচালানের সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৩৬ হাজার ২শ ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
এর মধ্যে ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রন সিগারেট অন্তর্ভুক্ত রয়েছে। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা, কাপ্তাই বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, বুধবার ভোর ১:১৫ টায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় সিগারেট জব্দ করে।
জব্দকৃত সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরণের চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।


