রাঙামাটি প্রতিনিধি:-
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে রাঙ্গামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভা প্রশাসক স্থানীয় মো. মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভার আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


