চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ হতো। বুধবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি নিজের মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়িতে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে শুরু হলেও গণপিটুনিতে একজন নিহত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।