বাঘা (রাজশাহী) :
রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে র্যাব–৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত আড়ানি শাহাপুর এলাকার পাঁচটি কারখানায় এ অভিযান চলে।
অভিযানে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা, ইনারুলকে ২০ হাজার এবং মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন বলেন, এসব কারখানায় চিনি, রং, হাইড্রোজসহ ক্ষতিকর উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এতে খেজুর বা আখের রসের অস্তিত্ব নেই বললেই চলে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাঁচটি কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
র্যাব–৫ এর উপ–অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, ভেজাল গুড়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ওপর যে ক্ষতি হচ্ছে, তা মাদকের মতোই ভয়াবহ। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল উৎপাদনের নানা রাসায়নিক উপাদান ও সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনগণের সুরক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।


