ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জমি ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহল একটি ভুয়া ফেসবুক পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে করে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কামরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তার ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, ভুয়া প্রচারণার মাধ্যমে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান “আমি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, ভুয়া পেজ খুলে এ ধরনের অপপ্রচার শুধু একজন ব্যক্তিকেই নয়, সমাজ ও দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।


