স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শাহবাজপুর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমন্বয়কের সভাপতি জমির উদ্দিন জুম্মার সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ তসিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক হায়দারী (শহীদ মিঞা),শাহবাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম আদিনা,শাহবাজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম,শাহবাজপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান,সভাপতি ০১ নং ওয়ার্ড বিএনপি হাফিজ উদ্দিন হাফিজ,সাধারণ সম্পাদক ০১ নং ওয়ার্ড শাহবাজপুর ইউনিয়ন বিএনপি তৈইনুর রহমানসহ অনুষ্ঠানে শাহবাজপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


