দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দুর্নীতি ও অনিয়মের যেন শেষ নেই। প্রতিনিয়তই নানান ধরনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন হাসপাতালে চিকিৎসাধীনরত ভুক্তভোগী রোগীগণ। প্রতি সপ্তাহে একটা না একটা সমস্যা নিয়েই চলছে স্বাস্থ্য কমপ্লেক্স। কোন সময় রোগীরা সঠিক চিকিৎসা নিতে ব্যর্থ হয় নয়তো চিকিৎসকদের অসদাচরণ থেকে রেহাই পাননা কেউই। এ নিয়ে চরম অশান্তিতে ভুগছে হাসপাতালে আগত রোগীরা।
প্রায় সময়ই শোনা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওয়ার্ড বয় শামসুল ইসলাম বিভিন্ন রোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাসিল করেন। অভিযোগ উঠেছে যেখানে ওষুধের মূল্য সর্বোচ্চ তিন টাকা কিন্তু বিভিন্ন কৌশল খাটানোর পর ওই রোগীর মানিব্যাগ হতে ৫০০ (পাঁচশত) টাকা জোরপূর্বক হাত থেকে কেড়ে নিয়ে বাকি ৫০ টাকা ফেরত দেয় ওয়ার্ড বয় শামসুল। এর আগেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ওয়ার্ড বয় শামসুল।
তাছাড়াও হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেনের দুর্ব্যবহারে অতিষ্ঠ সাধারণ রোগীরা। জানা যায় হাসপাতালে আগত বিভিন্ন রোগীগণ তার সাথে দেখা করতে গেলে নানানটা তালবাহানা দেখিয়ে রোগীকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে।
এর আগেও চলতি বছরের ২৩ এপ্রিল দুদকের অভিযানে বের হয়ে আসে নানা রকমের অনিয়ম ও দুর্নীতি।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোছাঃ আফরোজ সুলতানার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, অভিযুক্তকে একটি কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, পরবর্তীতে এই ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।