দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স এর উদ্ভোধন করা হয়েছে।
০৯ এপ্রিল ২০২৫ ( বুধবার ) উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট )-৩য় পর্যায়ে ( ১ম সংশোধিত )”শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দীন মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজল ইবনে কাওছার আলী সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মোনায়েম হোসেন ,ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার আনন্দ মোহন রায়, কমিউনিটি সুপার ভাইজার মোঃ জিয়াউর রহমান। যুবউন্নয়ন অফিসার মোঃ জমিল উদ্দীন মন্ডল বলেন প্রান্তিক খামারীরা যেনো অত্র পশিক্ষণ থেকে তাত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন সাপেক্ষে গবাদি পশু পালণ ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মধ্য দিয়ে নিজেরা জ্বলাণী সাশ্রয়ী ও আর্থিক ভাবে লাভবান হতে পারে। পাশাপাশি দেশের অর্থনীতিতে যথাযথ অবদান রাখতে পারে।
৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মোট ৬০ জন প্রান্তিক খামারী অংশগ্রহন করেন।


