ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশের রাজনীতিতে এক বেদনাবিধুর অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে সারাদেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।
জাতির এই শোকাবহ মুহূর্তে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। তিনি বলেন, জীবনে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণ তাঁকে এমনভাবে নীরবে ভেঙে দিয়েছে যে অজান্তেই চোখ ভিজে উঠেছে। গত কিছুদিন ধরেই যেন মন প্রস্তুত হচ্ছিল এমন এক সংবাদ শোনার জন্য, তবু গভীরে কোথাও লুকিয়ে ছিল এক চিলতে আশা আজ সেই আশাটুকুও স্তব্ধ হয়ে গেছে।
আলহাজ্ব হাতেম খান শোকবার্তায় দেশনেত্রীর জীবনসংগ্রামের কথা স্মরণ করে বলেন, একদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন, “দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।”
আজ প্রমাণিত হয়েছে, এটি কোনো সাধারণ উক্তি নয়; এটি ছিল তাঁর জীবনদর্শন, আত্মপরিচয় ও অস্তিত্বের ঘোষণা।
তিনি বলেন, যিনি নির্দয় অপমান সহ্য করেছেন, অসীম বেদনা নীরবে বয়ে নিয়েছেন, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, স্বামী ও সন্তান হারানোর শোক বুকে চেপে রেখেছেন, তবুও অশ্রু লুকিয়ে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন সেই নেত্রী শেষ মুহূর্ত পর্যন্তও এই দেশের মাটি ছেড়ে যাননি। পরাজয় তাঁকে দমাতে পারেনি, নির্বাসন তাঁকে বিচ্ছিন্ন করতে পারেনি, বেদনা তাঁকে ভেঙে দিতে পারেনি। এই দেশই ছিল তাঁর আশ্রয়, এই দেশের মানুষই ছিল তাঁর শক্তি।
আলহাজ্ব হাতেম খান আরও বলেন, আজ তাঁর প্রয়াণে শুধু একজন মানুষের মৃত্যু হয়নি একটি অধ্যায়, একটি সংগ্রাম, একটি নিঃশব্দ আত্মত্যাগ ইতিহাসে পরিণত হলো।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর জন্য দোয়া করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের ন্যায় ভালুকা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও গভীর শোকের আবহ বিরাজ করছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আত্মত্যাগে এই অভাগা দেশে শান্তি ও কল্যাণ ফিরে আসুক এই প্রার্থনা।


