বিনোদন ডেস্ক :
বলিউডের বরেণ্য কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই।
সোমবার (২০ অক্টোবর) ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। খবর এনডিটিভির। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোক।
১৯৪০ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে এক মধ্যবিত্ত সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন আসরানি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর টান। জীবিকার প্রয়োজনে অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়ের প্রশিক্ষণ নিতে ১৯৬৪ সালে ভর্তি হন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এফটিআইআই)।
১৯৬৭ সালে ‘হারে কাঁচ কি চুড়িয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরে একাধিক গুজরাটি ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন। তবে ১৯৭৫ সালের ক্লাসিক চলচ্চিত্র *শোলে*–এর জেলারের চরিত্রে অভিনয় করে তিনি পান ব্যাপক জনপ্রিয়তা।


