সৈয়দ মিয়া (চট্টগ্রাম প্রতিনিধি) :
সারাদেশের মতো চট্টগ্রামের বন্দর -ইপিজেড পতেঙ্গা বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
৪০ নং ওয়ার্ড শ্রমিক দল : ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে পতেঙ্গা থানা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল সকালে স্টিল মিল এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবু সিদ্দিকের সভাপতিত্বে ও সা: সম্পাদক মেহেদী হাসান সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইউসুফ,যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা , সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রানা, ৪০নং ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক, নেছার আহমেদ, যুগ্ম সম্পাদক
মো: কামাল, পতেঙ্গা থানা বিএনপির অন্যতম নেতা আলম সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন, বিএনপি নেতা আশরাফ উদ্দিন,নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত খান সোহাগ, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক অনাবিদ ইসলাম তুহিন,ছাত্রদলের সদস্য মোঃ রাব্বি। তাঁতী দলের আহ্বায়ক শামসুল হক গাজী, সদস্য সচিব বেলাল উকিল, যুগ্ন আহবায়ক মোঃ লোকমান যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম উজ্জ্বল,জামাল উদ্দিন, ৪০ নং ওয়ার্ড তাতী দলের সভাপতি গোলাম মোস্তফা সোহাগ,সা: সম্পাদক শাহাদত হোসেন,৪১নং ওয়ার্ড তাঁতী দলের আহবায়ক মো:হাসান ,সদস্য সচিব লোকমান হোসেন,সদস্য আলামিন,সজিব সহ শ্রমিক দলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ পতেঙ্গা কাঠগড় মোড়ে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপি শ্রমিক ইউনিয়নের সাবেক মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ আবু জাফরের পরিচালনায় মিছিলোত্তর সভায় আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা হাজী মোঃ হারুন কোং, ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের, টিএসপির শ্রমিক দলের নেতা মোঃ সরোয়ার হোসেন, বিএনপি নেতা মোঃ লোকমান,মোঃ হাকিম, আলী নূর, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,শ্রমিক নেতা মোঃ সোলায়মান, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ফারুকী, মোঃ শফি আলম, যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন ছাত্রদলের সাবেক নেতা মোঃ ইকবাল হোসেন, শামীম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশের উদ্দেশ্য বাসযোগে ফ্লাইওভার দিয়ে মহানগর শ্রমিক দলের সমাবেশে অংশ গ্রহণ করে।
এদিকে সকালে সিইপিজেড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শ্রমিক সমাবেশ ও মিছিল, বন্দর এলাকায় গার্মেন্টস শ্রমিক সংগঠনের ব্যানারে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মহান মে দিবস উদযাপন পরিষদের রেলী ও সমাবেশ করেছে। সভায় বক্তারা বলেন,১৭৫৭ সালে শিকাগো শহরের হে মার্কেটে ৮ঘন্টা শ্রম অধিকারের দাবিতে যে শ্রমিক আন্দোলনে শতশত শ্রমিককে গুলি করে হত্যা করার পর যে শাসক গোষ্ঠী বর্বরতা চালিয়েছে তা এখনো অধিকার পুরো পুরি বাস্তবায়ন করা নি। আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে প্রত্যয় ব্যক্ত করছি।