রাঙামাটি প্রতিনিধি:-
পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, রাঙ্গামাটি জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পূর্নগঠিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা কমিটি।
এ উপলক্ষ্যে আয়োজিত সম-অধিকার আন্দোলনের প্রতিনিধি সম্মেলন শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: জাহাঙ্গীর কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাক্তন সফল চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
সম্মেলনে বক্তব্যরা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠী অধিকার থেকে বঞ্চিত। এ অঞ্চলের জনগণের অধিকার আদায়ের জন্যে আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব।আমাদের অভ্যন্তরীণ বিভাজন ভুলে এই অধিকার আদায়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
প্রতিনিধি সম্মেলনে আহব্বায়ক মোঃ কামাল উদ্দিন, যুগ্ম-আহব্বায়ক এ্যাডভোকেট আফসার আলী, যুগ্ম-আহব্বায়ক ছগির আহম্মদ, সদস্য সচিব রাকিব হোসেন, সদস্য নুরুল আবছার, সদস্য জাহিদ মোস্তফা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।