এম,এ বারী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রাণি সম্পদ কার্যলয়ের সরকারি পশু খাদ্য পাচারের সময় গভীর রাতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী সহ আরো ৬জন স্থানীয় জনতার হাতে অবরুদ্ধ রয়েছেন।নাচোল থানা পুলিশ ঘটস্থল থেকে সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়ি সহ একজন কে আটক করেছে।
আজ রাত (মঙ্গলবার দিবাগত রাত) সাড়ে ১২টার সময় নাচোল উপজেলা প্রাণি সম্পদ কার্যলয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় আব্দুর রহিম নামের এক ব্যক্তি জানান,উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালের পশু খাদ্য আজ রাত সাড়ে ১২টার দিকে পাচার হচ্ছে এমন খবর নাইট গার্ডের মাধ্যমে জানতে পেরে আমরা স্থানীয় জনতা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী সহ আরো ৬জন কে অবরুদ্ধ করে রেখেছি।নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়ি সহ একজন কে আটক করেছে। ইউএনও কে বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি।
এবিষয়ে নাচোল থানার তদন্ত ওসি সৈকত বলেন,হাসপাতালের মধ্যে ৫/৭জন অবস্থান করছে।সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়ি সহ একজন কে আটক করে জিঙ্গাসাবাদের জন্য আনা হয়েছে।সরকারি কর্মকর্তাদের আটকের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
এদিকে আটককৃত গাড়ি চালকের ভিডিও বক্তব্যে পশু হাসপাতালের পশু খাদ্য পাচারের বিষয়টি স্বীকার করেছেন। (সিটি নিউজের হাতে তা রয়েছে)।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদকে বিষয়টি রাতে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।


