অনলাইন ডেস্ক :
নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১১টার দিকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তবে সরকারের এ সিদ্ধান্ত মানতে নারাজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, ‘সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।
ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
‘গণহত্যাকারী’ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বলেও জানান তিনি।
যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না পাল্টা স্ট্যাটাসে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’