এম,এ বারী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে, থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ই ডিসডিসেম্বর) বেলা ১১’টায় ওসি’র কার্যালয়ে নাচোল থানার সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ওসি আছলাম আলী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের ভোটার-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত যেন না ঘটে এছাড়াও মাদক, সন্ত্রাস, ইফ্টিজিং, চুরি ও ডাকাতির মতো অপরাধ যেন নাচোল উপজেলায় ঘটাতে না পারে সেইজন্য পূর্ব প্রস্তুতি ও তথ্য দেওয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের অনুরোধ জানান মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শ গুরুত্ব দেয়া, এছাড়াও নাচোল থানাকে দালালমুক্ত রাখার আশ্বাস দেন ওসি আছলাম আলী।
এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নূরুল সৈকত ও নাচোল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকগণ। উল্লেখ সদ্য যোদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলি এর পূর্বে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় কর্মরত ছিলেন।

