রাঙামাটি প্রতিনিধি:-
দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক ৭৩ বছরে পদার্পন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে রাঙ্গামাটিতে। ৭২ পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করলো এই পত্রিকাটি। রাঙামাটি স্থানীয় একটি রেস্তোরাঁয় কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩ তম পদার্পণ উদযাপিত হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুশীদ, রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সহ দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ইত্তেফাক পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা জানান।


