চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে ১০০ হিন্দু পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সুভহান।
শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি কামারপাড়া, ধনিপাড়া ও নেম্বারপাড়ার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এই উপহার প্রদান করা হয়। এ সময় আব্দুস সুভহান শারদীয় দুর্গোৎসবের খোঁজখবর নেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াদিঘি সার্বজনীন গৌড় দুর্গা মন্দিরের সভাপতি শ্রী বিজন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা এবং স্থানীয় যুবদল নেতাকর্মীরা।