মোঃ নুর আলম দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি রাসেল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
রাসেল মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ডলার প্রতারণা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রায় ১৫ থেকে ২০টিরও বেশি মামলাও রয়েছে বলে জানা যায়।
সম্প্রতি পিকআপ ভ্যান বিক্রির নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে আজ পুলিশ মিলনবাজারস্থ থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গালিগালাজ ও ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করলে একপর্যায়ে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়, এবং থানায় নিয়ে যায়।