দিনাজপুর প্রতিনিধি:
২৫ এপ্রিল (শুক্রবার) দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ বাসুদেবপুর বিজিবি ক্যাম্প হতে আনুমানিক হাফ কিলোমিটার উত্তরে আপ্তইর মৌজাস্থ হাকিমপুর হতে বিরামপুরগামী পাঁকা রাস্তার কালভার্ট ব্রীজের পশ্চিম পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওত পেতে থাকা ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানি পুলিশ,তবে ডাকাত দলের আরো কিছু সদস্যরা পালিয়ে যায় বলে যানা যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, হাকিমপুর থানার মুন্সী পাড়া গ্রামের মৃত আকবরের ছেলে,গোলাপ ওরফে দুখু (২৯) ও একই এলাকার ভুট্রু মুন্সির ছেলে সানি(২৩), বাসুদেবপুর গ্রামের সিরাজুল ইসলামের সাজু(২৭), মৃত ইসার উদ্দিনের ছেলে ,আলম (৩২) ও তার ভাই বাবু মিয়া (২৫)মৃত রহমত আলীর ছেলে জনি(২৮) ও ইদুলের ছেলে বাপ্পী (২৮) কে ঘটনাস্থল থেকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়,আটক কালে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়,আটককৃত প্রত্যেকের নামে একাধিক চুরি, দস্যুতা, সহ মাদকের একাধিক মামলাও রয়েছে,এবং উদ্ধারকৃত আলামত সহ হাকিমপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।