মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
রাজশাহীর তানোরে কূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে রাতভর অভিযানের পরও উদ্ধার করা যায়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও তিনটি স্কেভেটর দিয়ে উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ৩০–৩৫ ফুট গভীর গর্তের পাশেই চলে এ অভিযান।
রাতভর ঘটনাস্থলে অবস্থান করে পরিবার ও স্থানীয়রা সাজিদের জীবিত প্রত্যাবর্তনের আশায় দোয়া ও মোনাজাত করেন।
ফায়ার সার্ভিসের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক দিদারুল আলম জানান, শিশুটিকে উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযান শেষে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে মা রুনা খাতুনের সঙ্গে মাঠে যাওয়ার পর হাঁটতে হাঁটতে হঠাৎ গর্তে পড়ে যায় সাজিদ। নিচে ডোবার ঠিক আগে ‘মা’ বলে শেষ চিৎকার শোনা যায়। খবর শুনে তার বাবা রাকিব ঢাকা থেকে ছুটে এসে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের বাড়ি তানোরের কলমা ইউনিয়নের কোয়েলের হাট এলাকায়।


