অনলাইন ডেস্ক :
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজের দুদিন পর নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ ওই নারীর মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টঙ্গী স্টেশনের জৈষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল আলম জানান, মঙ্গলবার সকাল ৯টায় টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, এই মরদেহটি নিখোঁজ তাসনিম সিদ্দিকা জ্যোতির (৩৪)।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় সিটি করপোরেশনের অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজ হন তাসনিম সিদ্দিকি জ্যোতি।
এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ তাসনিম সিদ্দিকা জ্যোতিকে উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে নিখোজ ওই নারীর মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছি। আমাদের থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’