মোঃ নুর আলম (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মতিউর রহমান দিনাজপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি জনাব মোঃ মনজুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে এম কাওছার হোসেন বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ নজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ সামাউন কবীর বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
সম্মেলনের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান। এবং সম্মেলনটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি জনাব মোঃ মনজুরুল ইসলাম।