শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জুলাই সনদের আইনী ভিত্তি, বিচার ও সংস্কার, আওয়ামীলীগ এবং এদের দোষরদের গ্রেফতার এবং শাপলা প্রতীকের দাবিতে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা জেলার পক্ষ থেকে ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটার সময় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে সমাপ্তি ঘটে।
তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি আজ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
জুলাই সনদ হলো জনগণের মুক্তির নকশা। একটি সনদ যা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। এই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই জুলাই সনদই বর্তমান সরকারের বৈধতা দিবে এবং আগামী নির্বাচন জুলাই সনদের উপর ভিত্তি করেই হতে হবে।
শাপলা প্রতীক আমাদের রাজনৈতিক দল এনসিপিকে দিতে হবে । এটি হলো নতুন আশার প্রতিফলন— যেখানে দেশের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, যুবক ও শিক্ষার্থীরা এক কণ্ঠে দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবে।
দেশের জনগণ আজ একক দাবি তুলেছে — আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার। গত এক যুগেরও বেশি সময় ধরে তারা যে লুটপাট, দমননীতি, গুম, হত্যা, নির্বাচন প্রহসন ও মানবাধিকারের লঙ্ঘন চালিয়ে এসেছে, তার জবাব জনগণের আদালতেই দিতে হবে। আমরা দাবি জানাই, খুব দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই অপরাধগুলোর বিচার করতে হবে।
আমরা রাষ্ট্রে একটি সমগ্র সংস্কার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাচ্ছি। এই সংস্কারের মূল লক্ষ্য স্বাধীন নির্বাচন কমিশন, নিরপেক্ষ প্রশাসন, জবাবদিহিমূলক বিচারব্যবস্থা এবং জনকেন্দ্রিক অর্থনীতি গঠন।
আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি —
“জুলাই সনদই ভবিষ্যৎ রাষ্ট্রের ভিত্তি,
শাপলা প্রতীকই আমাদের সংগ্রামের চিহ্ন,
ন্যায়বিচারই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
জনগণের ঐক্যই আজকের সময়ের ডাক।
দেশকে মুক্ত করতে হলে দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠীর পতন, ন্যায়বিচারের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধার জরুরি।
এ সময় মিছিলের নেতৃত্বে দেন যুগ্ম সমন্বয়ক- মোঃ রাশেদুল ইসলাম জুয়েল, গাইবান্ধা। জেলা সদস্য- সহী আহমেদ ছোটন, কাজল রেখা পিংকি, জাকিরুল ইসলাম স্বাধীন, সৈকত, ফরিদ, মতিউর রহমান, জিকো সহ গাইবান্ধা সদরের আরো অনেকে।


