রাঙামাটি প্রতিনিধি:-
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
শান্তিচুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে জনসংহতি সমিতি আয়োজিত গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।
ঊষাতন তালুকদার বলেন, ‘চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পেরিয়ে গেলেও চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই আন্তরিকভাবে এগিয়ে আসেনি। চুক্তি যেমন করেছি, বাস্তবায়নও করেই ছাড়বো। পাহাড়ি মানুষকে সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে বাধ্য করাতে হবে।
এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো শঙ্কা কাটেনি। তবে যদি নির্বাচন হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এতে অংশ নেবে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা প্রমূখ।
এদিকে শান্তিচুক্তির ২৮ বছর উদযাপন উপলক্ষে আলাদা আলোচনা সভা আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। সকাল সাড়ে ১০টায় আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা। সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, সদস্য নুরুল আলম ও ফোদাংতাং রান্দাল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।


