স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে,চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ের লক্ষে,শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর শিবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,সাবেক শিবগঞ্জ পৌরসভার মেয়র,সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিমের নেতৃত্বে মতবিনিময় সভা করা হয়েছে।
মতবিনিময় সভায়,৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,সাবেক হুইপ,সাবেক সংসদ সদস্য,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
সভায় আরও উপস্থিত ছিলেন,সাবেক শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার জাহান সেন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জানিবুল ইসলাম জোসি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ।
মতবিনিময় সভাটি নেতা কর্মীর উপস্থিতিতে জনসভায় রূপান্তরিত হয়। প্রায় দেড় হাজার বিএনপি’র সমর্থিত জনসাধারণ উপস্থিত ছিলেন। এর মধ্যে মহিলাদের উপস্থিতি নজর কারার মত।


