স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কাজল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন,শিবগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি’র নেতৃবৃন্দ।
সে সময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার জাহান সেন্টু,শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ অন্যান্যরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের শফিকুল ইসলাম বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থীর মনোয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনের সকল প্রকার আচরণ বিধি মেনে চলবো।


