স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৭ টার সময় পরিবর্তনের বার্তা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে “Victory Run with Bulbul for Chapainawabganj (34 km)” ম্যারাথন দৌড়ের সূচনা হয় চাঁপাইনবাবগঞ্জের হরিপুর ট্রাক টার্মিনাল থেকে।
দৌড়টি চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড,বারোঘরিয়া,রাণীহাটি,সুন্দরপুর ও ইসলামপুর অতিক্রম করে দেবীনগরে এসে সফলভাবে সমাপ্ত হয়।
উক্ত ম্যারাথনে ৬ হাজার ৫০০ জন তরুণ-যুবক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করলেও প্রায় ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী দৌড়ে যুক্ত হয়ে এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের জন্য স্মারক উপহার হিসেবে আকর্ষণীয় গেঞ্জি প্রদান করা হয়।
শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শতাধিক প্রতিযোগী পুরো ৩৪ কিলোমিটার দৌড় সম্পন্ন করে দৃঢ় মনোবল ও শারীরিক সক্ষমতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জে সুস্বাস্থ্য,তারুণ্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।


