স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী লালচাঁন (৩১)কে আটক করেছে পুলিশ।
শনিবার(২৮ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ০৩ দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে এসআই ইমরানের নেতৃত্বে একদল পুলিশ কানসাট বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লালচাঁন কে আটক করে।
তিনি আরো বলেন,লালচাঁন শুধু মাদক ব্যবসায়ী নয় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায়,ছিনতাই,ডাকাতি,চুরি ও ইয়াবা,হিরোইন,ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই ও অস্ত্রসহ আগের ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। হেরোইন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।