স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তোফাজ্জল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ের ইউনুস আলীর ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন,২০১৫ সালের ২০ আগস্ট তোফাজ্জলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।