নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ সড়ক অবরোধ করলে আটকে পড়ে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্যবাহী ট্রাক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ছত্রাজিতপুর বাজারে একটি চায়ের দোকানে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে রানীহাটি এলাকার রাসেল আহমেদের সঙ্গে একই এলাকার আসলাম আলী ও সাহেব আলীর তর্কাতর্কি হয়। তারা তিনজনই স্থানীয় বিএনপির কর্মী। একপর্যায়ে তাদের সমর্থকেরা জড়ো হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত চারটি ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।
পরে রাসেল আহমেদের সমর্থকেরা সড়ক অবরোধ করলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থলবন্দর দিয়ে আমদানি পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক আটকে পরে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওসি আরও বলেন, ঘটনার পর কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।