ক্রাইম, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কুতকুতি গান দিয়ে ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া কুতকুতি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে। অনেকেই তাকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করছেন। কেউ কেউ তাকে বিচারের আহতায় আনা হোক কমেন্টে সাড়া দিচ্ছে।
আর এরকম মাথায় টুপি দিয়ে ঝাঁকুনি করা নাচের ভিডিও পুরো ইউনিয়নবাসীর মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে। আর এই ভিডিও মানবিক বাংলাদেশ এর কাছেও এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার কয়েকজন নেতা জানিয়েছেন, একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান মাথায় টুপি দিয়ে অনুষ্ঠানে ছাত্রীর সাথে দুই হাত ঝাঁকিয়ে ১৫ সেকেন্ডের ভিডিওতে মেতে উঠেছে। এ রকম কাজ করবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এদিকে ওই ইউনিয়নের এক ভুক্তভোগী সবুর আলী তার ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, এই নামধারী ভদ্রলোকটির বিষয়ে কিছু বলতে চাই, জিনি ৪নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন
আমাদের যায়গা নিয়ে ঝামেলা হচ্ছিলো সেখানে আমরা তাকে বিচারক হিসেবে ডেকেছিলাম একটা ন্যায় ইনসাফ,এবং সুষ্ঠু ফায়সালা করার জন্য, কিন্তু তিনি সেখানে একতরফা বিচার করছিলেন, আমি তার দুর্নীতির কথাগুলো জাতির সামনে তুলে ধরার জন্য ভিডিও করছিলাম, কিন্তু তিনি আমার ফোনটি রাগান্বিত অবস্থায় আমার হাত থেকে কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেছে, যাতে করে আমি তার দুর্নীতির বিষয়গুলো জাতির সামনে তুলে না ধরতে পারি, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
নাম প্রকাশ না করার শর্তে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের ভিডিও বিষয়টি নিয়ে পুরো ইউনিয়নে সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি তারাও দেখেছেন। গণমাধ্যমকে বলেন, হয়তো দাদু হিসেবে চেয়ারম্যান নেচেছেন, চেয়ারম্যান খুব ভালো মানুষ।
কেউ আবার এই ভিডিও বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে কেউ আবার দাবি করে বলেন এটা ইউনিয়নবাসীর জন্য লজ্জাজনক বিষয়।
এ বিষয়ে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি নাচানাচির ভিডিও অস্বীকার করেন। তিনি বলেন কোনু অনুষ্ঠানে আমিতো নাচানাচি করিনি,এটার কোন সত্যতা নাই সব জালিয়াতি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন ভিডিওটি আমি দেখলাম তবে নিশ্চিত হতে পারছি না, যাচাই-বাছাই ছাড়া আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।