নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূর হাতে স্বামী দগ্ধ হওয়ার ঘটনার পর নতুন মোড় নিয়েছে মামলাটি। এই ঘটনায় ‘উসকানিদাতা’ হিসেবে গ্রেপ্তার হয়েছেন ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন।
শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভোলাহাটের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
রবিবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ২৩ জুন রাতে পারিবারিক কলহের জেরে তাজকেরা খাতুন নামের এক নারী তার স্বামীর শরীরে গরম ডাল ঢেলে দেন। এতে গুরুতরভাবে দগ্ধ হন ভুক্তভোগী, বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় ভোলাহাট থানায় মামলা দায়েরের পর তদন্তে উঠে আসে, অভিযুক্ত গৃহবধূর ঘনিষ্ঠ এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত এক নারীর ভূমিকা। অনুসন্ধানে জানা যায়, সেই নারীই হচ্ছেন স্থানীয় বিএনপির পরিচিত মুখ শাহনাজ খাতুন। ওই গৃহবধূকে স্বামীর ওপর এমন সহিংস আচরণের জন্য মানসিকভাবে প্ররোচিত করেন শাহনাজ খাতুন। প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহনাজ খাতুন একসময় ভোলাহাট উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে তিনি বিএনপির উপজেলা ইউনিটের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান বরাবরই ছিল দৃশ্যমান।
পুলিশ জানিয়েছে, শাহনাজ খাতুনকে আজ (রবিবার) বিজ্ঞ আদালতে তোলা হবে। তদন্তের প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।