মোঃ সৈয়দ মিয়া (প্রতিনিধি চট্টগ্রাম) :
৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় সিরিজ ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্টে-২০২৫ এ ফিদে মাষ্টার সাকলাইন সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) যৌথ আয়োজনে, ৮ রাউন্ডের ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ঢাকার সাকলাইন সাজিদ।
তিনি শেষ খেলায় তানভীর আলমকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেছে।.সমান খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে ট্রাইবেকের মাধ্যমে গোলাম মুস্তফা রানার্স আপ ট্রফি ও প্রাইজমানি জিতেন।
তুষিন তালুকদার ৩য়, মঞ্জুর আলম ৪র্থ,সোহেল চৌধুরী ৫ম, একই পদ্ধতিতে ৬ পয়েন্ট পেয়ে তানভীর আলম ৬ষ্ট,আহমেদ ফিরোজ ৭ম,দেলোয়ার হোসেন ৮ম, শাহিনুর হক ৯ম, শেখ খায়রুল ইসলাম ১০ম অর্জন করে পুরস্কার জিতেছেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন ফিদে মাষ্টার আবদুল মালেক,মহিলা বিভাগে কুমিল্লার নুসরাত জাহান আলো ও অনুর্ধ ১৪ বিভাগে সৈয়দ শফিউল মুসনাবিন সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেছেন ।
গত বুধবার জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার পুরষ্কার বিতরনী করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন,সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সভাপতিত্বে এবং দাবা কমিটির সম্পাদক প্রকৌ:এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,এসোসিয়েশন অব চেজ প্লেয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সভাপতিএনায়েত হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন সিসিপিএ সভাপতি শহীদুর রহমান, ক্রীড়া সংগঠক রাকিব উল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, মহসিন জামাল পাপ্পু, নুরুল আমিন ও মহিলা সদস্য তানজিলা তুর নুর।
টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে ১৩৮০০০.০০ ( এক লক্ষ আটত্রিশ হাজার) নগদ অর্থ ট্রফি পুরষ্কার হিসেবে দেওয়া হয়। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্টে সারাদেশের ১১৪জন দাবাড়ু অংশগ্রহণ করেছিল বলে জানিয়েছেন টুর্নামেন্টের চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক