মোঃ সৈয়দ মিয়া (প্রতিনিধি চট্টগ্রাম) :
চট্টগ্রামে সকাল ৮ টায় ষোলশহরস্থ জামেয়া আহম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে নগরীর জিইসি মোড় ঘুরে খানকায়ে আলমগীর ভবনে গিয়ে শেষ হয় এবার জুলুশ।
এবারের ঈদে মিলাদুন্নবী ( সাঃ) জুলুশের নেতৃত্বে দিচ্ছেন আওলাতে রাসূল আল্লামা সৈয়দ শাহ সূফি হযরত মুহাম্মদ সাবের শাহ (মা,জি, আঃ) ।
আঞ্জুমানে রহমানিয়া আহম্মদীয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবার ৫৪ তম আসর হিসেবে অন্যতম সেরা আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
জুলুশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত আশেকান রাসূল প্রেমী জনতা অংশগ্রহণ করে।