নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষারিয়াদহ ইউনিয়নের পাঁচজন অদম্য মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সাক্ষর রেখেছে। এদের মধ্যে দুজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে, যা পুরো ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
শত বাধা, দারিদ্র্য ও নানা সীমাবদ্ধতার মাঝেও এই শিক্ষার্থীরা প্রমাণ করেছে—ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য হয়ে থাকবে এক উজ্জ্বল অনুপ্রেরণা।
এই অসাধারণ কৃতিত্বের জন্য গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “এই মেধাবীরা আমাদের সমাজের আশার আলোকবর্তিকা। তাদের পাশে থেকে শিক্ষা ও অগ্রগতির পথে সহযোগিতা করতে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত।”