মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা—এমন মোট ১১০টি পরিবারের মাঝে খাঁচায় মুরগি পালন প্রশিক্ষণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচির আওতায় বিনামূল্যে মুরগির খাঁচা ও ফাউমি জাতের মুরগি বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর ২০২৫ আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারের নিকট একটি করে মানসম্মত খাঁচা এবং ফাউমি মুরগি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের পূর্বে সুবিধাভোগীদের খাঁচায় মুরগি পালন পদ্ধতি, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকা প্রয়োগ ও ক্ষুদ্র খামার গড়ে তোলার বাস্তব কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আয় বৃদ্ধি, নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা এবং পরিবারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি সহজতর হবে। কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও কর্মকর্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি কর্মমুখী সহায়তা প্রদানই সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তারা।


