মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩৬ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক বন্যায় চরাঞ্চলের ফসলি জমি ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য সংকট লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব, আর এ কার্যক্রমের মাধ্যমে দুর্গতদের সাময়িক স্বস্তি দেওয়া সম্ভব হয়েছে।
ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা বলেন, “বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজকের সহায়তা আমাদের জন্য অনেক উপকারে আসবে।”
চরবাসী ও স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের মুহূর্তে প্রশাসনের এমন সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে উৎসাহ যোগাবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।