অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশি চালানো সেই হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেস্ট হাউসে চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার নগরীর বহদ্দারহাট এলাকায় একটি গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি চালান হান্নান। এ সময় তিনি অতিথিদের বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করে নাজেহাল করেন। যার ভিডিও নিজের ফেসবুক অ্যকাউন্ট থেকে প্রচারও করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করে।
গ্রেপ্তার হান্নান নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক, সিএসটিভি ২৪ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলে দাবি করেন। এ ছাড়া দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদে প্রার্থী বলেও দাবি করেন তিনি।