অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই বিশেষ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে এর আগে সকাল ৮টা থেকেই সারা দেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন। বিশেষ করে জেলা, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা এতে অংশ নিয়েছেন। সকাল সাড়ে ৮ থেকে এক এক করে তারা গণভবনে প্রবেশ শুরু করেন।
দলের সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পরিস্থিতিতে দলের বিরাজমান কোন্দল নিরসন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, তৃণমূলকে শক্তিশালীকরণ ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া এবং দেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মোকাবিলার জন্য গণভবনে তৃণমূল নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভা থেকে আগামী ১৪ মার্চ অনুষ্ঠেয় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে নির্বাচনের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। মনোনয়নবঞ্চিতদের আগামী দিনে দলের জন্য কাজ করার আহ্বানসহ পরে তাদের মূল্যায়ন করার আশ্বাসও দিতে পারেন দলীয় প্রধান।
সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য; জেলা, মহানগর, উপজেলা, থানা ও জেলা সদরে অবস্থিত পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য; জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
নেতারা জানান, এ সভায় দলের সাংগঠনিক বিষয়গুলোই বেশি প্রাধান্য পায়। তা ছাড়া নির্বাচনপরবর্তী দলের অবস্থান জানা ও দলীয় কোন্দল মীমাংসায় উদ্যোগ গ্রহণ। এ ছাড়া সামনে উপজেলা, ইউনিয়ন ও সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। ওসব নির্বাচনে প্রতীক না থাকলেও দল থেকে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।