নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ব্যানারে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সাবেক ভিপি ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং আবু সাদাত মুহাম্মদ সাইদের সঞ্চালনায় সভায় প্রধান আয়োজক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতা প্রফেসর ড. এম. গোলাম আরিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, শাহনেওয়াজ মুকুল, ফজলে বারি, হাজী আব্দুর রশিদ, আদিনা কলেজের সাবেক জিএস আহসান হাবিবসহ আরও অনেকে। বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল স্বৈরাচারবিরোধী লড়াইয়ের এক উজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অতুলনীয়।
তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আগামীতেও গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোহাম্মদ আলীকে আহ্বায়ক এবং প্রফেসর ড. এম. গোলাম আরিফকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর পথচলায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।