নিজস্ব প্রতিবেদক :
দাফনের পরদিনই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ১২টায় সবার জন্য উন্মুক্ত করা হয় জিয়া উদ্যান। নারী-পুরুষ ও শিশু থেকে শুরু করে দলে দলে সবাই আসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে।
এ সময় দলের তৃণমূলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেগম জিয়ার সমাধিতে। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার পাশাপাশি তারা জানান, দেশ গঠনে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন তারা।
আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরও। তিনি বলেন, বেগম জিয়া র্যাব গঠন করলেও তাদের কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি।
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, মায়ের গুনেই গুণান্বিত তারেক রহমান। তাই তার স্বপ্ন বাস্তবায়নে দলের হাল শক্ত হাতে ধরবেন তিনি। দেশকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়।
এ সময় পরপারে প্রিয় নেত্রী যাতে ভালো থাকেন, সে জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় এবং কোরআন তিলাওয়াত করা হয়।


