আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাবতলা বাজার এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার রাতের এই অভিযানে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৫)। তিনি কচাকাটা থানা মাদারগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ মকবুল হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হলে আরিফুল ইসলামকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে থানায় হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
কচাকাটা থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।


