আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহপাঠী, স্বজন ও স্থানীয় শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তাদের মধ্যে ছিলেন নিহত সারুফের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলালসহ অনেকে।
বক্তারা বলেন, “ঘটনার বহুদিন পেরিয়ে গেলেও এখনও দোষীদের গ্রেফতার করা হয়নি। আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে বিচার কার্যক্রম শুরু করতে হবে।”
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল এলাকার মাঝামাঝি একটি ব্রিজের নিচে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। সারুফ ঢাকায় পড়াশোনার পাশাপাশি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। হত্যার ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২৮৩৪) করা হয়েছে।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।