আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শতবর্ষী ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের প্রথম পক্ষের সন্তানদের দাবি বৃদ্ধকে পানিতে ফেলে দ্বিতীয় পক্ষের সন্তানরা হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবি পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা যান।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তান লিখে নেয়। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে দ্বন্দ্ব চলছিলো। ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতে থাকতেন।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।