আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় শাহজালাল ও নাজমুল হোসেন টাইগার নামে যুবদলের দুই নেতার বিরুদ্ধে ভাড়াটিয়া হিসেবে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনায় যুবদলের দুই নেতাসহ ৬ জন এবং আরও ১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়া।
এর আগে সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবদল নেতারা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ধনারচর গ্রামের শাহজালাল ও সদস্য কাশিয়াবাড়ী গ্রামের নাজমুল হোসেন টাইগার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৩০ বছর আগে আইনাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়ার বাবা আব্দুল কাদের। পরে আইনাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতকও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ থানায় গিয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয় জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহজালাল বলেন, আমরা কারো ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে সেখানে যাইনি। তবে মীমাংসার লক্ষ্যে গিয়েছিলাম। পরে মালিকানা দাবি করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোটরসাইকেল রেখে সম্মান বাঁচানোর দায়ে সেখান থেকে আমরা চলে আসি। তবে কেউ গণধোলাই দেয়নি। অন্য একটি মহল আমাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, যুবদলের কোনো সদস্যের বিরুদ্ধে জমি দখলসহ অন্য কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে জেলা নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মালিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


