আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পিতলের মূর্তিসহ মোঃ এনামুল হক (৪২) নামে কথিত এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকায় স্থানীরা এনামুল হককে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। সর্বশেষ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
আটক মোঃ এনামুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এনামুল হক দীর্ঘ দিন ধরে জ্বীনের বাদশার নাম করে অর্থ হাতিয়ে আসছিলেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রোববার সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। সোমবার সকালে ৪০৬/৪২০ পেনাল কোডে এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠায় ফুলবাড়ী থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি পিতলের মূর্তিসহ এনামুলকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।


