আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিরল প্রজাতির এক চার পা-ওয়ালা কানি বকের সন্ধান মিলেছে। বকটির স্বাভাবিক দুটি পায়ের সঙ্গে অতিরিক্ত আরও দুটি ছোট আকারের পা রয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার (০৩ সেপ্টেম্বর ) প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরপাড়ে বকটিকে দেখতে পান। কাছে গিয়ে লক্ষ্য করেন, এটি সাধারণ বকের মতো নয়; বরং চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে কৌশলে তিনি বকটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় বন্দী করেন।
এরপর থেকে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। অনেকেই জানাচ্ছেন, জীবনে অসংখ্য বক দেখলেও চার পা-ওয়ালা বক এর আগে কখনও দেখেননি। স্থানীয়রা এটিকে আল্লাহর ইচ্ছার নিদর্শন বলে মন্তব্য করেছেন।
আব্দুর রশিদ জানান, প্রথম দেখায় তিনি বকটি দেখে হতবাক হয়ে যান। আগ্রহবশত সেটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় রেখেছেন। বাজার থেকে মাছ কিনে এনে নিয়মিত খাওয়াচ্ছেন এবং বকটির যত্ন নিচ্ছেন।
ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক, যা গ্রামাঞ্চলে সাধারণত কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এ বকের অতিরিক্ত দুটি পা গজিয়েছে বলে তিনি উল্লেখ করেন।