মোঃ মাহাবুল ইসলাম মুন্না (গোদাগাড়ী), রাজশাহী :
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে গত ৫ আগস্ট ২০২৪ সালে লুণ্ঠিত পুলিশের শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে র্যাব-৫ এর সিপিএসসি দলের একটি অভিযানে কাশিয়াডাঙ্গার নবগঙ্গা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবগঙ্গা এলাকায় অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দুটি কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয়—
শর্টগানের তাজা গুলি ১৩ রাউন্ড, পুলিশের পোশাক ২ সেট, বুট ২ জোড়া, বেল্ট ২টি, ক্যাপ ১টি, র্যাংক ব্যাজ ৬টি।
উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, ৫ আগস্টের পর লুণ্ঠিত অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের সরঞ্জাম উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।


